কুরবানির পশু হাটে ওজন পরিমাপক যন্ত্র বাঘারপাড়ায়

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ার দুটি পশুর হাটে ওজন পরিমাপক যন্ত্র স্থাপন করেছে উপজেলা প্রশাসন। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে রোববার উপজেলার খাজুরা বাজারের পাশে ভাটার আমতলা পশু হাটে ও সোমবার ভাঙ্গুড়া পশু হাটে ওয়েহ স্কেল স্থাপন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।

নির্বাহী অফিসার বলেন, ওজন পরিমাপক স্থাপনের ফলে পশুর ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হবেন। পশুর সঠিক ওজন জানতে পারলে সঠিক দামে বেচা-কেনা করা সহজ হবে। এর আগে অনুমান নির্ভর ওজন ধরে পশুর কেনা-বেচা হতো।

এ মেশিন স্থাপন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান।