বাজেট ঘোষণা তাই আজ বেনাপোল কাস্টম হাউজে বিল দাখিলের কার্যক্রম বন্ধ

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ আজ সোমবার বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এ কারণে এদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজে ‘বিল অব এন্ট্রি’ দাখিল ও ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট (আইজিএম) এন্ট্রি বন্ধ রাখতে বলা হয়েছে।

নতুন আইজিএম এন্ট্রি বন্ধ থাকায় আগের আইজিএম করা পণ্য আসবে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। তবে বাজেটের আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির সকল কার্যক্রম ও মালামাল খালাস করা যাবে।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, আজ ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। তা এদিন হতেই কার্যকর হবে। এতে অর্থ বছরের অন্যান্য সময় তেমন কোনো সমস্যা না হলেও বাজেট ঘোষণার সময় শুল্ক করহ্রাস/বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের জটিলতার আশংকা থাকে। এ জটিলতা রোধ কল্পে‘পূর্ব সর্তকতামূলক’ ব্যবস্থা গ্রহণ ও ‘বাজেট ঘোষণা পরবর্তী করণীয়’ আলোচনার জন্য সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কাস্টম হাউজে ‘বিল-অব এন্ট্রি’ দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি বন্ধ রাখা হয়েছে।

এ সময়ে কোনো ধরনের বিল অব এন্ট্রি বাতিল বা কোনো ধরনের পরিবর্তন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যে সব পণ্য চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তুু বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সে সব পণ্য চালান শনাক্ত করতে হবে। প্রয়োজনে কোনো পণ্য চালান শুল্কায়নের আগে দাখিলকৃত আইজিএম এর সাথে ক্রস চেক করতে হবে। শুল্কহার পরিবর্তন (যদি থাকে) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম আপডেট না হওয়া পর্যন্ত বাজেট দলিলাদির মুদ্রিত কপি রেখে শুল্কহার সম্পর্কে নিশ্চিত হয়ে সহকারী কমিশনারের নিচে নয় এমন কর্মকর্তা পর্যায়ে শুল্কায়ন করতে হবে। প্রয়োজনে আইনানুযায়ী সুরক্ষা হয় সাময়িক শুল্কায়ন করতে হবে।

বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, বেনাপোল কাস্টম হাউজ থেকে এক পত্রে এসব জানানো হয়েছে। বিষয়টি আমাদের সদস্যদের অবহিত করা হয়েছে। আগামী কাল ৩ জুন মঙ্গলবার সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।