ধানের সাথে বালি মিশিয়ে বিক্রি !

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে ধানের সাথে বালি মিশিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে। রোববার চুড়ামনকাটি ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নলডাঙ্গা গ্রামের ধান ব্যবসায়ী সাইদুর রহমান একই গ্রামের মাঠপাড়ার মো. রফির ছেলে আমির হোসেনের কাছ থেকে ৩০ বস্তা ধান কেনেন। আমির জানান প্রতি বস্তায় ৬০ কেজি করে ধান আছে।

ব্যবসায়ী সাইদুর রহমান ওই ধান ট্রাকে লোড করার সময় বস্তা থেকে বালি বেরিয়ে লেবারের মাথায় পড়তে থাকে। লোবারদের সন্দেহ হলে তারা বস্তায় হুক ঢুকিয়ে দেখেন ধানের সাথে বালি মেশানো। কৃষক আমির হোসেন প্রতারণা করে ধান বিক্রি করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় কৃষক আমির হোসেনের স্ত্রী বলেন, তার স্বামী ভুল করেছে, মাত্র চার গামলা বালি মিশিয়েছে ধানে।