বাগেরহাটে ভাই-ভাতিজার পিটুনিতে কৃষকের মৃত্যু

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণ করা নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার পিটুনিতে সুনীল মাতা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে তার স্বজনরা উদ্ধার করে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। হামলাকারী নিখিল মাতা নিহতের বড় ভাই। নিলকান্ত মাতা (ভাতিজা) নিখিল মাতার ছেলে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব আল রশিদ বলেন, ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণকে কেন্দ্র করে শনিবার বিকেলে সুনীল মাতার সাথে তার বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্ত মাতার ঝগড়া হয়।

এই ঘটনার জেরে রাত ৯টার দিকে নিখিল ও তার ছেলে নীলকান্ত কৃষক সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্ততব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।