যশোর শহরে ভোরে ট্রাকচালক ছুরিকাহত করে ছিনতাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইউসুফ আলী (৪০) নামের এক ট্রাকচালক। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের চিত্রা মোড়ে এই ঘটনা ঘটে। আহত ট্রাকচালক ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ট্রাকচালক ইউসুফ আলী জানান, বুধবার ভোরে ট্রাকভর্তি কাঁচা মরিচ নিয়ে তিনি চিত্রা মোড়ে দাঁড়িয়েছিলেন। ‘ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে আমি পাশের একটি ফাঁকা জায়গায় প্রস্রাব করতে যাই, ঠিক তখনই অজ্ঞাতনামা ২-৩ জন ছিনতাইকারী এসে আমার বাম পায়ে এবং পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আমার কাছে থাকা প্রায় ১৮-১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।’

পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।