যশোরের উন্নয়নের সাথে খালেদা জিয়ার নাম জড়িয়ে আছে : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নারী আত্মনির্ভরশীল হয়ে আত্মমর্যাদার সাথে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সেই কাজটি করেছিলেন।

এই যশোরের যত উন্নয়ন হয়েছে সকল উন্নয়নে বেগম খালেদা জিয়ার নাম জড়িয়ে আছে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে পর্দার আড়ালে মহিলারা যেভাবে শক্তির আধার ছিলেন, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধাবের বাকি পথে তারা সহযাত্রী হবেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরুষের পাশাপাশি নারীদের কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্যের শুরুতে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নারীদেরকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানান। এসময় তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা পতিত ফ্যাসিস্ট সরকার দ্বারা কোন না কোন ভাবেই নির্যাতনের শিকার হয়েছিলেন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেকে আবার নতুন করে গড়ার সময় এসেছে। তাই কোন ফ্যাসিস্টের দোসর যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দলের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ও যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক শাহনারা বেগম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ প্রমুখ। মহিলা সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী সুফিয়া মাহমুদ রেখা।