বেনাপোল সড়কে ট্রাক্টরের ধাক্কায় কিশোর নিহত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রোববার সকালে বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় ফায়ার সার্ভিস অফিসের সামনে। নিহত ইসমাইল হোসেন (১৭) বেনাপোল গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বেনাপোল থেকে ধান বোঝাই একটি ট্রাক্টর কিশোর ইসমাইলের সাইকেলে ধাক্কা দেয়।

এ সময় ইসমাইল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, ‘ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।’