চুয়াডাঙ্গায় ৬০০পিস ইয়াবাসহ আটক ৩

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় ৬০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছেন জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মঙ্গলবার দুপুরে জানান, তারই নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তার ধারাবাহিকতায় জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চরের সদস্যরা (ডিবি) তোরগুল হাসান সোহাগ ও এ.এস.আই মামুনুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের পূর্বপাড়ার হকের বাড়ি থেকে একই উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), একই উপজেলার দুর্গাপুর গ্রামের পশ্চিমপাড়ার আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০) ও ঠাকুরপুর গ্রামের পশ্চিমপাড়ার নুরুল ইসলামের ছেলে ডালিমকে (৩৫) আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে ৬০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। আটক ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।