চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এম.সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দীকা সোহেলী রশিদ, তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত, মেহেরপুরের গাংনীর র‌্যাব-১২’র ডিএডি হারুনুর রশীদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাান্ট ফারুক ইসলাম, ৬-বিজিবির উপঅধিনায়ক হায়দার আলী, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক দেওয়ান তারিকুল ইসলাম প্রমুখ।