চৌগাছায় গৃহবধূ রিক্তা হত্যাকাণ্ডে চার জনের নামে মামলা

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় গৃহবধূ রিক্তা খাতুন হত্যাকান্ডে মামলা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাতে নিহতের বড় ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের আজিম উদ্দিন মন্ডল চার জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

এলাকাবাসী জানান, পরকীয়া প্রেমে পড়ে প্রবাসী স্বামী আর তিন সন্তান ফেলে রেখে নতুন সংসারে আসেন রিক্তা খাতুন। এই সংসারে রিক্তা খাতুনের কোনো ছেলে মেয়ে নেই। তবে স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর চার ছেলের মধ্যে তিন ছেলে বাড়িতে থাকতেন। অপর জন প্রবাসী। ঘটনার পর থেকে নিহত রিক্তার স্বামী, প্রথম স্ত্রী, শাশুড়িসহ তিন ছেলে পলাতক। ওই বাড়িটি এখনও জনশূন্য বলে খবর পাওয়া গেছে। হত্যাকান্ডের সাথে পরিবারের সদস্যরাই জড়িত এমনটিই মনে করছেন এলাকাবাসী।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতেই নিহতের বড় ভাই হত্যা মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে, ওসি মামলার আসামিদের নাম প্রকাশ করেননি।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মশ্মমপুর (ঢেঁকিপোতা) গ্রামে নিজ বাড়িতে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয় রিক্তা খাতুনকে। তিনি ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকনের দ্বিতীয় স্ত্রী ছিলেন।