যশোরে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোডে বাঁশতলা এলাকার মেসার্স বনরূপা ফার্নিচারের দোকানে বুধবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোর পৌনে ৫টার দিকে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় বনরূপা ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখেন। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

দোকান মালিকের স্বজনেরা জানান, আগুনে দোকানের ভেতর বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ওই ফার্নিচারের দোকানের মালিক পুরাতন কসবা রায়পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।