বেয়াই হত্যা মামলায় যুব মহিলালীগ নেত্রী হাসি রিমান্ডে

0

স্টাফ রিপোর্টার ॥ বেয়াই সিরাজুল ইসলাম কুটি হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী যুব মহিলালীগ নেত্রী মাসুরা বেগম হাসির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে যশোর সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন তাকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।

সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন যুব মহিলালীগের আহবায়ক মাসুরা বেগম হাসি বাহাদুরপুর গ্রামের মৃত মোকাম খানের মেয়ে। আর্থিক লেনদেনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে অপকর্মের সহযোগী বেয়াই সিরাজুল ইসলাম কুটিকে গত ২৯ মার্চ ছুরিকাঘাতে এবং চোখ উপড়ে হত্যা করেন তিনি।

ঘটনার পর ওইদিন পুলিশ অভিযুক্ত মাসুরা বেগম হাসিকে আটক করেন। পরে নিহতের ছোট ভাই মফিজুল ইসলাম ইমন ৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল আমিন জানান, আদালতে আসামি মাসুরা বেগম হাসির ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর প্রেক্ষিতে তিনি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। তিনি আরো জানান, মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে।