যশোরে ১১ মামলার আসামি সন্ত্রাসী চশমা নান্টু গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ষষ্ঠীতলার চিহ্নিত সন্ত্রাসী ১১ মামলার আসামি সঞ্জিব কুমার দে নান্টু ওরফে চশমা নান্টুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় ষষ্ঠীতলা সুরেন্দ্রনাথ রোড (কাঁচা বাজার রোড) থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আটক চশমা নান্টু একটি সন্ত্রাসী গ্রুপের ক্যাডার। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চশমা নান্টু আত্মগোপন করেছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসেছেন। এলাকায় এসে তিনি সহযোগী সন্ত্রাসীদের নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টায় ছিলেন।

গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা সুরেন্দ্রনাথ রোডে (কাঁচা বাজার রোড) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চশমা নান্টু ষষ্ঠীতলার দীপক কুমার দে ওরফে হারুর ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি ও কেশবপুর থানায় মোট ১১টি মামলা রয়েছে।

রোববার চশমা নান্টুকে একটি পেন্ডিং চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।