মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাটিলা সীমান্তের শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক হয়।

ঘন্টাব্যাপী চলা পতাকা বৈঠক শেষে বিএসএফের হাতে আটক গোপালগঞ্জ জেলার ভোমড়াশুর গ্রামের তাপস বিশ্বাসের ছেলে র্তীথ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কামার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাসকে (১৫) বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ-৫৯ ব্যাটালিয়নের রনঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার ও বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান। পরে বিজিবির সদস্যরা র্তীথ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে মহেশপুর থানায় সোপর্দ করেন।