চালের কেজিতে বাড়ল ৪ টাকা

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ।। ঈদের পর বাজারে সরু চালের দাম বেড়েছে। বেড়েছে খোলা সয়াবিন তেল,দেশি মুরগি ও খামারের লেয়ার মুরগির দাম। কমেছে সবজির দাম। অপরিবর্তিত রয়েছে আলু,পেঁয়াজ, আদা রসুন ও কাঁচা মরিচের দাম। রোববার যশোরের বড় বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

সরু বাংলামতি চালের কেজিতে ৪ টাকা বেড়ে বড় বাজার চাল বাজারে বিক্রি হচ্ছে মানভেদে ৯২ থেকে ৯৪ টাকা। ঈদের আগে বিক্রি হচ্ছিল ৮৮ থেকে ৯০ টাকায়। কাজললতা চালের কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮ টাকা। ঈদের আগে দাম ছিল ৭৪ টাকা। বিআর-৬৩ ধানের চালেও ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা। ঈদের আগে ছিল ৭২ থেকে ৭৪ টাকা। তাছাড়া অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৭৪ টাকা, বিআর-৪৯ ধানের চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকা, বিআর-২৮ ধানের চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা, স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫২ টাকা ও হীরা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা দরে।

যশোর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল কুমার বিশ্বাস জানান, আগামী দু সপ্তাহের মধ্যে বাজারে নতুন বোরো ধানের চাল বাজারে চলে আসবে। তিনি আশা করছেন সে সময় সরু চালের দাম কমে আসবে।

এদিকে বাজারে এখনও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। তবে প্রায় প্রতি দোকানেই খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। খোলা সয়াবিন তেলেও ঈদের পরে প্রতি কেজিতে ৪টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮২ টাকা। এর আগে ১৭৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

বাজারে ঈদের পরে খামারের ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ১৯০ টাকায় বিক্রি হলেও লেয়ার মুরগিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ টাকা। দাম বেড়েছে দেশি মুরগিতেও। কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮০ টাকা। খুচরা মুরগি বিক্রেতা আবুল হাশেম জানান, ঈদের পরে মুরগি বিক্রির হার কমে গেছে। তিনি আগামী দুয়েক দিনের মধ্যে মুরগির দাম কমে আসবে বলে মনে করছেন।

ঈদের পরে বাজারে সবজির দাম আরও খানিকটা কমেছে। ১৪০ টাকা কেজির সজনে ডাটা বিক্রি হচ্ছে ৬০ টাকা, ৮০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা, ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৩৫ টাকা, ৮০ টাকার উচ্ছে বিক্রি হচ্ছে ৪০ টাকা। তাছাড়া টমেটোর কেজি ১৫ টাকা, শসা ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, গাজর ২৫ টাকা, লেবুর হালি ৩০ টাকা ও প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা।

বাজারে আলু, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা মরিচের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার আলু প্রতি কেজি ২০ টাকা, দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, আদা ১২০ টাকা, রসুন ৮০ টাকা ও কাঁচা মরিচ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

তাছাড়া খামারি মুরগির সাদা ডিম প্রতি পিস ১০ টাকা, লাল ডিম প্রতি পিস সাড়ে ১০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা ও খাসির মাংস ১২শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।