ঝিকরগাছায় পিতার হত্যাকারী ১০ বছরের সাজাপ্রাপ্ত আনারুল আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনারুল ইসলাম (২৮)- কে অবশেষে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের নেতৃত্বে এএসআই শহিদ আলী ফোর্সসহ গদখালী এলাকা থেকে তাকে আটক করেন।

পুলিশ জানিয়েছে, গদখালী মেঠোপাড়া গ্রামের বাসিন্দা পিতা বাবর আলী ওরফে কাঠুকে হত্যাকান্ডের মূল আসামি ছেলে আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করা হয়েছে।

বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।