ঝিকরগাছায় জাগরণী সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় ক্রিড়া সংগঠন জাগরণী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মুনিরুল আলম মিশর। সভায় বক্তব্য রাখেন, জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মঞ্জুরুল আলম নিশান।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রুমি, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, জাগরণী সংসদের সদস্য সচিব সোহেল হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর সভাপতি শাহারুল আলম হ্যাপি প্রমুখ।