মোরেলগঞ্জে তাঁতীদল নেতার ছাগল বিতরণ

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ৩ হাজার সাধারণ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে তার নিজ বাসভবনে প্রধান অতিথি হিসেবে ড. কাজী মনিরুজ্জামান মনির ৩ হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ অন্যরা। এর আগে তিনি অসহায় পরিবারের মাঝে ১০টি সেলাই মেশিন, ১০টি ছাগল ও নগদ অর্থ প্রদান করেন। এসময় তাঁতীদল নেতার সহধর্মিণী মির্জা সানজিদা বেগম উপস্থিত ছিলেন।