জুমাতুল বিদায় যশোরে মসজিদে ঐক্য ও শান্তি কামনায় দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদায় যশোরের প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি বাড়ে। ইসলামের দৃষ্টিতে এমনিতেই জুমার নামাজের গুরুত্ব অনেক। আর রমজান মাসের শেষ জুমা বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় নামাজ শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

পবিত্র জুমাতুল বিদা উপলক্ষ্যে দুপুর ১২ টার পর থেকেই যশোর কালেক্টরেট মসজিদ, চৌরাস্তা জামে মসজিদ, দড়াটানা জামে মসজিদ, মডেল মসজিদ, মার্কাজ মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিরা প্রবেশ করতে থাকেন। বেলা ১ টার পর মুসল্লিদের চাপ বাড়তে থাকলে মসজিদের ভেতর ভরে যায়, তা বাইরে ছাপিয়ে যায়। নামাজের আগেই মসজিদগুলো মুসল্লিদের উপস্থিতিতে ভরে যায়।

জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে ইমাম-খতিবরা দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করেন। এসময়ে মহান আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভে মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়।

জুমাতুল বিদা উপলক্ষ্যে যশোর কালেক্টরেট মসজিদে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় এবং মুসল্লিদের জন্য ক্ষমা প্রার্থনা করে বিশেষ মুনাজাত করা হয়। নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন মুনাজাত পরিচালনা করেন।

এ সময় শ শ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে পুরো মসজিদ মুখর হয়ে ওঠে। মুনাজাতে আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, সাফল্য এবং শান্তির জন্য প্রার্থনা করা হয়। একইসঙ্গে দেশের শাসক, জনগণ, এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তির জন্য দোয়া করা হয়।

এর আগে খুৎবার বাংলা বয়ানে ইমাম সাহেব বলেন, আজকের এই পবিত্র দিনে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, যেন আমাদের দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছায়, জনগণের জীবনমান উন্নত হয় এবং সব প্রকার অশান্তি, যুদ্ধ, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্তি মেলে।

কালেক্টরেট জামে মসজিদ ছাড়াও শহরের রেলগেট এলাকার মডেল মসজিদ, কারবালা জামে মসজিদ, উপশহর মার্কাজ মসজিদ, চৌরাস্তা জামে মসজিদ, রেলস্টেশন মাদরাসা জামে মসজিদ, দড়াটানা জামেয়া কোরআনিয়া জামে মসজিদসহ প্রত্যেক মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জুমাতুল বিদায় অংশ নিয়ে দোয়া করেন।