অভয়নগরে নিহত বিএনপি নেতৃবৃন্দের পরিবারে তারেক রহমানের ঈদ উপহার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শহীদ মিন্টু পাটোয়ারি, অভয়নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ রফিকুল ইসলাম ও নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ শেখ লুৎফর রহমানের পরিবারের সদস্যদের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছেন যশোর জেলা ও অভয়নগর থানা বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান লিটন, জোবায়ের হোসেন, সাবেক ভিপি এস এম লিকু, শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জাম্মান টুলু, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কওছার হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।