যশোরে তিন বেকারিকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দড়াটানা ও এইচ এম এম রোডের ৩টি বেকারিতে রোববার অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফদতর যশোরের সহকারী পরিচালাক সৈয়দা তামান্না তাসনীম দড়াটানা এলাকার সাকো স্নাকস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, নিউ সাকো স্নাকস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর এবং কোহিনুর বেকারিতে অভিযান চালান।

এ সময় খাদ্য পণ্যে মোড়ক ব্যবহার না করায় ৩টি বেকারিকে যথাক্রমে ৮ হাজার, ২ হাজার ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সৈয়দা তামান্না তাসনীম।