ঝিকরগাছায় বিএনপির জরুরি মতবিনিময় সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঝিকরগাছার পারবাজারে কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি।

সভায় প্রধান বক্তা ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু। এসময় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তরিবর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আবুল খায়ের, নাভারন ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক জহিরুল আলম লিন্টু, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রনোকুল ইসলাম রওনক প্রমুখ।

মতবিনিময় সভায় ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৫ জন করে সভায় অংশ গ্রহণ করেন।

সভায় চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিএনপির কোন নেতাকর্মী ইউনিয়ন পরিষদের ভিডব্লিউবি, ভিজিএফ, টিসিবি ভাগবাটোয়ারা করতে গেলে, জমি দখল, পাওনা টাকা উদ্ধারে শালিস মীমাংসা করতে গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।