জেলা পূজা পরিষদের সভাপতি ও সম্পাদকের নামে মানহানির আরও একটি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে ফের মানহানির মামলা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক গোপীকান্ত সরকার গতকাল রোববার সদর আমলী আদালতে মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ দীপংকার দাস রতন ও তপন কুমার ঘোষের বিরুদ্ধে একই অভিযোগে আদালতে মানহানির মামলা করেছিলেন সনতান ধর্ম সংঘের সম্পাদক অখিল কুমার চক্রবর্তী।

গোপীকান্ত সরকার মামলায় উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় বেজপাড়া মেইন রোডের বাসিন্দা অখিল কুমার চক্রবর্তী তাকে একটি কাগজ দিয়ে জানান, এটি উল্লিখিত আসামিদ্বয় দিয়েছেন। কাগজে আসামিদ্বয়ের স্বাক্ষরও রয়েছে। ওই কাগজ পড়ে দেখা যায়, আসামিদ্বয় গোপীকান্ত সরকারসহ ৭ জন বিশিষ্ট ব্যক্তির নামে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে আসামিদ্বয় গোপীকান্ত সরকারসহ বিশিষ্ট ৭ জনকে সমাজনিন্দিত ও দুর্বৃত্ত আখ্যায়িত করেছেন। তারা দুর্গাপূজায় নাশকতামূলক কাজ করতে পারেন এমন অভিযোগ এনে এ বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছেন। কিন্তু আসামিদ্বয় গোপীকান্ত সরকারসহ অন্যদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য। এতে গোপীকান্ত সরকারের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন এবং মানহানি হয়েছে।

প্রকৃত পক্ষে গোপীকান্ত একজন ধর্মপ্রাণ মানুষ। তিনি শহীদ সিরাজুদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সুজনের যশোর জেলা কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহবায়ক, মানব সম্পদ উন্নয়ন গবেষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের দাতা সদস্য। গোপীকান্ত সরকারের সাথে আর যাদেরকে দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে তারাও যশোরের বিশিষ্টজন। তাছাড়া গোপীকান্ত সরকার জেলা প্রশাসনসহ সনাতন সমাজে একজন সজ্জন ব্যক্তি হিসেবে প্রশংসিত।

এ কারণে আসামিদ্বয় জেলা প্রশাসকের কার্যালয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন এতে তার ১ কোটি টাকার সম্মানহানি ঘটেছে।