সদর উপজেলার কাশিমপুরে জমি দখল চেষ্টার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে কোতয়ালি থানায় জমি দখল চেষ্টার অভিযোগ করেছেন একই এলাকার রোকনুজ্জামান। জমি দখলে ব্যর্থ হয়ে জমিতে থাকা মূল্যবান গাছ কেটে মালিক ও তার পরিবারের সদস্যদের খুনের হুমকি দেয়ো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোকনুজ্জামান অভিযোগে উল্লেখ করেছেন, কাশিমপুর ইউনিয়নের দৌলৎদিহী মৌজায় তার ৬৬ শতক জমি রয়েছে। ইমদাদুল হক মিলন তার বাহিনী নিয়ে বিভিন্ন সময় দখলের চেষ্টা চালিয়ে আসছে। গেল ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় ইমদাদুল হক মিলন তার বাহিনীর সদস্য আব্দুল ওহাব, সাদ্দাম হোসেন, গোলাম হোসেন, সামিউল ইসলামকে সাথে নিয়ে জমি দখলের চেষ্টা চালায়।

এসময় সন্ত্রাসীরা জমিতে থাকা ৩০ হাজার টাকা মূল্যের একটি লেবুগাছ কেটে দেয়। গাছ কাটতে নিষেধ করলে সন্ত্রাসীরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়।