চার যুগপূর্তিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের বর্ণাঢ্য মিলন মেলা

0

স্টাফ রিপোর্টার ॥ শরতের আগমনে প্রকৃতির মোহনীয় রূপে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলন মেলা করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। রোববার শহরতলীর বিনোদিয়া ফ্যামিলি পার্কে অনুষ্ঠিত হয় এ আনন্দ মিলন।

অতিথি হিসেবে এ আনন্দ সম্মিলনে সামিল হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনটির চারযুগপূর্তি উপলক্ষে এ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তাদের স্বজনরা ছাড়াও আমন্ত্রিত নানা শ্রেণিপেশার অতিথিরা উৎসবে মেতে উঠেন। ফ্যামিলি পার্কের উদ্যানে বিশাল মঞ্চে সকাল থেকে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ নানা অনুষ্ঠান। ফাঁকে ফাঁকে চলে র‌্যাফেল ড্র’র প্রচারাণা।

অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলো একঝঁক তারকা অতিথি। ঢাকা থেকে অনুষ্ঠানে অংশ নিতে আসেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধূূরী। এরপর একে একে মিলনমেলায় অংশনেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আব্দুল মজিদ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সিনিয়র সাংবাদিক হারুন জামিল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, পিবিআই যশোরের এসপি রেশমা শারমিন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, যশোর পৌরসভার প্রকাশক রফিকুল হাসান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, ফটো জার্নালিস্ট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা ছাড়াও সংগঠনের সাবেক নেতারা।

বিকেলে মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানের পুর্বে আগত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় নেতৃবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতা হতে হবে পুরোটা সত্য, আংশিক সত্য নয়। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা সেই জায়গা থেকে যোজন যোজন দূরে সরে গেছি।

বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সাংবাদিকতা বলে কিছুই ছিল না। সত্যটা লেখা যেত না। অতিথিরা বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের সঠিক চিত্রটি তুলে ধরার জন্য। কিন্তু, দুর্ভাগ্যজনক সত্য যে আজকে হলুদ সাংবাদিকতা, তথ্য সন্ত্রাস সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিয়েছে। নষ্ট সময় শেষ হয়ে গেছে, একটা সুন্দর সময় চলে এসেছে। মানুষ আজ সুন্দর সাংবাদিকতা দেখতে চায়। তাই বিগত সময়ে বহু সাংবাদিককে পালাতে হয়েছে। এখন যাতে কাউকে পালাতে না হয় সে ব্যাপারে নেতৃবৃন্দ সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
সর্বশেষ মুল আয়োজন ছিলো র‌্যাফেল ড্র অনুষ্ঠান।

এবারের মিলনমেলায় র‌্যাফেল ড্র প্রথম পুরস্কার বিজয়ী যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী। আর দি¦তীয় পুরস্কারটি অর্জন করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

সমগ্র অনুষ্ঠানগুলো পরিচালনা করেন সংগঠনের সাবেক নেতা আহসান কবীর, নূর ইসলাম, এম আইউব, শহিদ জয়, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, সাইফুল ইসলাম সজলসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।