শার্শায় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনিয়ে নেওয়া আট লাখ টাকাসহ আটক ৪

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শাশার্য় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ব্যবসায়ীর আট লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুরে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়া এলাকায়। স্থানীয়রা দুজন ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ সময় আরও দুজন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে টাকাসহ পলাতক দুই ছিনতাইকারীকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি আরও জানান, ঘটনার অল্প সময়ের মধ্যে ঝিকরগাছা থানা পুলিশের সহযোগিতায় অন্য দুজন আসামিকে ঝিকরগাছা উপজেলার ছদিরআলী গ্রামের মেহেরাব ফিলিং স্টেশনের সামনে থেকে ছিনতাই করা টাকাসহ আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

আটক ছিনতাইকারীরা হচ্ছে- যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৫), রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২০), ইসলামপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ইসলাম রাব্বি ও কলাগাছি গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (২৬) ।

পুলিশ জানায়, আহত ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের মৃত আফছার আলী মন্ডলের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। ব্যবসায়ী রুহুল আমিন এদিন অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে মোটরসাইকেলে বাগআঁচড়ায় বাড়ি ফিরিেছলেন।