এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তি চায় জামায়াত

আজ যশোরে বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম এর মুক্তির দাবি জানিয়েছে দলটির যশোর জেলা শাখা। দ্রুত তার মুক্তি না দিলে জামায়াতে ইসলামী কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির জেলা নেতারা।

সোমবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, অন্তবর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হয়েছে। অথচ পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত মানুষরা এখনো মুক্তি পাচ্ছে না। যে কারণে জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে উদ্ধার পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। অথচ শেখ হাসিনার পতনের পর অনেকে মুক্তি পেলেও মুক্তি পাননি জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম।

সংবাদ সম্মেলন থেকে বুধবার ১৯ ফেব্রুয়রি বিকেল ৩ টায় যশোর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয়া হয়। মিছিলে দলের কয়েক হাজার নেতার্কমী অংশ নেবেন বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা শাখার দপ্তর সম্পাদক নূর-আলী-নূর মামুন, অধ্যাপক আবুল হাশিম রেজা, রেজাউল করীম প্রমুখ।