যৌতুক দাবির অভিযোগে কলেজ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুক দাবির অভিযোগে মাসুম হোসেন নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী তাসলিমা সদর আমলী আদালতে মামলা করেছেন। তাসলিমা যশোর সদর উপজেলার নওদাগ্রামের মৃত আলমগীর হোসেনের মেয়ে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন।

অভিযুক্ত মাসুম হোসেন গাজীপুর সদর উপজেলার আমবাগ বাঘিয়া গ্রামের ইমরাত হোসেনের ছেলে। বর্তমানে তিনি মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরস্থ ডা. নুরুল আমিন ডিগ্রি কলেজের প্রভাষক পদে কর্মরত।

তাসলিমা মামলায় উল্লেখ করেছেন, ২০১৭ সালের ১ ফ্রেব্রুয়ারি আসামি মাসুম হোসেনের সাথে তার ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর মাসুম হোসেন তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তিনি যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

এক পর্যায়ে চলতি বছরের ৩১ জানুয়ারি যৌতুকের টাকা না পেয়ে মারধর করে ২টি সন্তানসহ তাসলিমাকে পিত্রালয়ে পাঠিয়ে দেন মাসুম হোসেন। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তাসলিমা।