হঠাৎ আকাশ জুড়ে মৌমাছির ঝাক, কামড়ে আহত ২০

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের শান্ত বিকেল। প্রতিদিনের মত রোববারও যে যার কাজে ব্যস্ত। হঠাৎ শাঁ শাঁ শব্দে কালো হয়ে যায় গ্রামের আকাশ। গ্রামের বাসিন্দারা আকাশের দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে।

এ সময় তাদের উপর নেমে আসে লাখে লাখে মৌমাছি। আকাশ কালো করা মৌমাছির দল যাকে সমানে পায় তাকেই কামড়াতে থাকে। নারী, পুরুষ, শিশু সবাই কামড়ের শিকার হয়েছেন। একে একে কত জনকে কামড় দিয়েছে তার সঠিক হিসেব মেলেনি। তবে অন্তত ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ৫ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন ওই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র রিফাত (২৬), নুরুল ইসলামের পুত্র নাজমুল হোসেন রকি (২৪), রাফিদের সূত্র হাসানুর (১৮), আলতাফ হোসেন (৫০) কুয়াদা গ্রামের নূর মোহাম্মদের পুত্র মনির হোসেন (৩০)।

হাসপাতালে চিকিৎসাধীন আলতাফ হোসেনসহ অন্যান্যরা জানিয়েছেন, গতকাল রোববার বিকেল চারটার দিকে গ্রামের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলো। এ সময় গ্রামের আকাশ কালো করে হাজির হয় লাখ লাখ মৌমাছি। ওই মৌমাছির দল দল গ্রামে যাকে সামনে পেয়েছে তাকে কামড় দিয়ে হুল ফুটিয়েছে। গ্রামের নারী ও শিশুরাও মৌমাছির কামড়ের শিকার হয়েছেন।

আলতাফ হোসেন আরো জানিয়েছেন, বিষক্রিয়ার কারনে আমরা ৫ জন হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছি। অন্যরা নিজ নিজ বাড়িতে রয়েছেন। তাদের সংখ্যা কত তা নিদিষ্টভাবে বলা যাচ্ছে না। মৌমাছির ভয়ে বাগডাঙ্গা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মলি¬ক জানিয়েছেন, যাদের ভর্তি রাখা হয়েছে তাদের অবস্থা গুরুত্বর।