শেখ পরিবারের দখলমুক্ত হল খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ

0

খুলনা ব্যুরো॥ শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ দ্বিতীয়বার দখলমুক্ত হলো বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে।

গতকাল মঙ্গলবার খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকতকে সংগঠনটির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাকে ১২০ দিনের মধ্যে নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটির দখল করেন কয়েকজন ব্যবসায়ী।তারা ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেন। যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সুবিধাভোগীরা।

ব্যবসায়ীরা জানান, গত ১৫ বছর বাণিজ্যিক সংগঠন অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ ছিল শেখ পরিবারের নিয়ন্ত্রণে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ সদস্যরা শেখ সোহেলের নেতৃত্বাধীন কমিটির সবাইকে পদত্যাগে বাধ্য করান।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত বলেন, মন্ত্রণালয়ের চিঠি এখনও হাতে পাইনি। হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।