যশোরে সন্ত্রাসে কুখ্যাত রেলগেটের ইমন কাজীসহ গ্রেফতার ২

0

স্টাফ রিপোর্টার॥ একাধিক সন্ত্রাসে অভিযুক্ত যশোর শহরের রেল গেট এলাকার ইমন কাজী (২৫)কে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে হত্যা, বিষ্ফোরণসহ ১০টি মামলা রয়েছে। গ্রেফতার অপর জন হচ্ছে সোহাগ শেখ।
আজ এক বার্তায় ডিবি পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল পোনে ১০টার দিকে শহরতলীর পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামের আলীর বাড়ির সামনে থেকে শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।
বার্তায় ডিবি পুলিশ আরও জানিয়েছে, ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক ইমন স্বীকার করে যে, তার সহযোগীরা অপরাধ সংঘটনের জন্য শহরের রেলগেট তেতুলতলা আদর্শপাড়ার মারুফ হোসেন সাগরের বাড়ি অবস্থান করছে। ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে সোহাগ শেখ নামে এক জনকে আটক করে। এসময় আরও কয়েক জন পালিয়ে যায়। সাগরের বাড়িতে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে ভিতর থেকে একটি গাছি দা, একটি ধারালো ছুরি, দুটি বার্মিজ চাকু ও পলাতকদের দুইটি টিভি এস অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. কামরুজ্জামান বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।