যশোরে টি-১০ ক্রিকেটে যশোর ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ আটটি একাডেমি নিয়ে যশোরে প্রথমবারের মত শুরু টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে যশোর ক্রিকেট একাডেমি। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এস এস ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে পরাজিত করে।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের টি-টেন একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৯ রান করে এস এস ক্রিকেট একাডেমি। জয়ের জন্য যশোর ক্রিকেট একাডেমি ৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত কর।
এর আগে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে যশোর ক্রিকেট একাডেমি ৮ উইকেটে কেশবপুর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে এস এস ক্রিকেট একাডেমি ১৬ রানে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টুর্নামেন্টে ফাইনাল, দুটি সেমিফাইনালসহ সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে কেশবপুর ক্রিকেট একাডেমির অর্ঘ ঘোষ, দ্বিতীয় ম্যাচে এস এস ক্রিকেট একাডেমির রজিন, তৃতীয় ম্যাচে যশোর ক্রিকেট একাডেমির আরিফুজ্জামান, চতুর্থ ম্যাচে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমির জাবিদ, প্রথম সেমিফাইনালে যশোর ক্রিকেট একাডেমির আসাদুল্লাহ হিল গালিব, দ্বিতীয় সেমিফাইনালে এস এস ক্রিকেট একাডেমির পলক এবং যশোর ক্রিকেট একাডেমির আরিফুজ্জামান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাসুদ রানা বাবু, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, ক্রীড়া সংগঠক শফিয়ার রহমান মোহন, মঈনুদ্দিন রোম, শামীম এজাজ প্রমুখ।