যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর)॥ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাজারের বেলা প্রি ক্যাডেট স্কুলের সামনে হতে মিছিলটি বের হয়ে তা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা করেন, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈনউদ্দিন, যুবনেতা ফারুক হোসেন, ইঞ্জি. রাজু আহমেদ, সাইফুল ইসলাম রিংকু আলম দফাদার, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন, তুফান প্রমুখ।

এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।