যশোরের আব্দুলপুরে ফের বাড়িতে আগুন, ভাঙচুর

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর ও চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামবাসীর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার সকালে আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়ি ভাংচুর ও আগুন লাগিয়ে দেয় হৈবতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ও পরিস্থিতি শান্ত করেন।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাধীদের আটকে গোটা এলাকাজুড়ে যৌথ বাহিনীর সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেছেন। অভিযানে আটক এড়াতে ও ফের হামলার ভয়ে দু গ্রামের শ শ পুরুষ ও নারীরা পালিয়ে গেছেন। তবে পুলিশ ও সেনাবাহিনী এলাকার শান্তিপ্রিয় মানুষকে নিরাপদে থাকার পাশাপশি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামবাসীর মধ্যে জমিতে সেচের পানি দেওয়া নিয়ে কথাকাটির হয়। এ সময় আব্দুলপুর গ্রামের ইউপি সদস্য আনিসুর রহমান গ্রামের মাইকে ঘোষণা দিয়ে জোটবদ্ধ হয়ে হৈবতপুর গ্রামবাসীর ওপর হামলা চালান। হামলার নেতৃত্ব দেন আনিস মেম্বার। তার নেতৃত্বে হামলা চালান শফিক, তৌহিদ ও রমজানসহ স্থানীয় ৫০/৬০ সন্ত্রাসী। এ সময় গুরুতর জখম হন হৈবতপুর গ্রামের ৪ জন বিএনপি ও যুবদল নেতা।

আহতরা হলেন, হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপি কর্মী জিয়া (৩৫) ও ৪ নং ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু।

এ ঘটনার পর মঙ্গলবার রাতে দুবৃর্ত্তরা আব্দুলপুর গ্রামে হামলা চালায়। এ সময় আনিস মেম্বার ও সাবেক ইউপি সদস্য মহাসিনসহ চারজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।খবর পেয়ে পুলিশ রাতেই আব্দুলপুর গ্রামে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এদিকে এই ঘটনার জের ধরে বুধবার হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুরসহ ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৫০/২০০ লোক জোটবদ্ধ হয়ে পুনরায় হামলা চালায় আব্দুলপুর গ্রামের ভৈরব নদের পাড়ে অবস্থিত কয়েকটি বাড়িতে। হামলাকারীরা এ সময় আব্দুলপুর গ্রামের রমজান আলী, লাল্টু, মিন্টু, ইসরাফিলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পরে হামলাকারীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

কোতয়ালি থানার পরিদর্শক(তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে অপরাধীদের আটকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান,ঘটনার পর থেকেই গোটা এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে।

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান উভয় গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন।