বিয়ে করলেন সারজিস আলম

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক॥ বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্ট থেকে সারজিসের বিয়ের বিষয়টি জানা যায়।

সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

পোস্টের মন্তব্যের ঘরে সারজিস আলমকে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। অনেকে নববধূর পরিচয় জানতে চেয়েছেন। যদিও কনের পরিচয় জানা যায়নি। বিয়ের এই আয়োজন সারজিসের গ্রামের বাড়ি, নাকি ঢাকায় হয়েছে সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

সারজিস আলমের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমূখ।