ঝিকরগাছায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ‘এসো বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঝিকরগাছা ভূমি অফিসের আয়োজনে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত সেমিনার পরবর্তী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলি ফেরদৌস, ঝিকরগাছা এম এল মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন প্রমুখ।