শার্শায় ধর্ষণচেষ্টার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

0

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ শার্শায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫ জনকে আসামি করে ভুক্তভোগী শুক্রবার সকালে শার্শা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযুক্তরা হলেন, শার্শার কন্দবপুর গ্রামের রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন (৩০), মৃত আব্দুস সালামের ছেলে আছর উদ্দিন (৩৫), মোজাফফার ঘরামির ছেলে আজিজুর রহমান আজিজ (৪৫), ঝড়ো ঘরামির ছেলে মোহাম্মদ আলী(৩৫) ও গোড়পাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৪০)।
থানার অভিযোগে বলা হয়, তার স্বামী একটি মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই সুযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন বুধবার রাতে ৫/৬জনের একটি দল নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এ সময় গৃহবধূ তার কুপ্রস্তাবে রাজি না হলে অস্ত্রের মুখে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা তাকে বেদম মারধর করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় শার্শা থানায় ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।