ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের (খামারবাড়ি) ঢাকার পরিচালক কৃষিবিদ ড.ফ. ম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) দীপংকর দাস, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,কৃষক রাফসান জামান, কৃষাণী তহমিনা আক্তার নিপা প্রমুখ।

এরআগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবীসহ বিপুল সংখ্যাক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে বলে উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম জানিয়েছেন।