শালিখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

শালিখা মাগুরা সংবাদদাতা॥ মাগুরার শালিখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও তারণ্যের উৎস ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী,যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস,আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হাসান,কবি ও সাংবাদিক স্বপন বিশ্বাস,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন ধরনের ৩০টি স্টল স্থাপন করা হয়৷ এতে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেন।