একমাত্র ছেলের মৃত্যুর ৫ দিন পর পরপারে মা

0

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে ত্বহা ইসলাম লিটুর (২২) মৃত্যুর ৫ দিনের মাথায় মারা গেছেন মা উর্মি ইসলাম মিতু। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার বিকেলে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মিতু যশোর শহরের ঘোপ ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরহাদ হোসেন বাবুলের বোন। তার মৃত্যুর খবর শুনে সমবেদনা জানাতে পরিবারের মাঝে ছুটে যান জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৫ জানুয়ারি রাতে ঢাকার মুন্সীগঞ্জে খালাবাড়ি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন উর্মি ইসলাম মিতু’র একমাত্র ছেলে ত্বহা ইসলাম লিটু (২২)। ৬ জানুয়ারি ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়। এরপর পুত্র শোকে বিহ্বল হয়ে পড়েন মা উর্মি ইসলাম মিতু। গত শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এরপর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন উর্মি ইসলাম মিতু। তার স্বামী, একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
বোনের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন বাবুল। তাকে যশোর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
উর্মি ইসলাম মিতুর মৃত্যুর খবর পেয়ে যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম তার বাসভবনে যান। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা এবং গভীর শোক জ্ঞাপন করেন। একই সাথে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।