যশোরে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানটি কার্যালয় থেকে চারশ শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের আজীবন সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি ও যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন, ইউনিটের উপ-যুব প্রধান মো. হুমায়ূন কবির, যুব সদস্য ইসমাইল হোসেন, ইমামুল হাসান, ফারহানা আহমেদ, রবিন হাসান সেতু, মিজানুর রহমান প্রমুখ।