জুলাই ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টর, ঝিনাইদহ॥ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। গনসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরায়রা, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নাসির আল সাদী, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, রত্না খাতুন, এডভোকেট জাহিদুর রহমান, মুজাহিদুল হক সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দুঃশাসনের পতন হয়েছে। দেশে এক নতুন ভোর উদিত হয়েছে। দেশে যাতে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদ কায়েম না হতে পারে, সেজন্য ছাত্র জনতা সোচ্চার রয়েছে।

বক্তরা বলেন, ৫২-র ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান একই সূত্রে গাথা। দেশের জন্য সাধারণ জনতা বারবার রক্ত দিয়েছে। এবার আমাদের দেশ গড়তে হবে। চাঁদাবাজ, লুটপাট ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় তারা দ্রুত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ঘোষণাপত্রের দাবি জানান। সমাবেশ শেষে শহরের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।