আওয়ামী লীগের সন্ত্রাসীদের দখল করা জমি ফিরে পেলেন মালিক

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ নিজ নামের জমি জোর করে দখল করে নেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জমি হারানোর শোকে দুই ভাই ও তাদের দুই স্ত্রী জমির শোকে মারা যান। তারা পৃথিবীতে না থাকলেও জমি ফেরত পেয়েছেন তাদের সন্তানরা। সন্ত্রাসীদের দখল করা ৩২ শতক জমি দীর্ঘ ১৫ বছর পর এলাকাবাসীর সহযোগিতায় ফেরত পেলেন অসহায় কৃষক পরিবারের সদস্যরা। জমি ফেরত পেয়ে গোটা পরিবার জুড়ে চলছে আনন্দের জোয়ার। ঘটনাটি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামের।
এলাকাবাসী জানান, ঘোনা গ্রামের অসহায় কৃষক মুনছুর আলী ও তার ভাই আমজাদ আলীর নামে ১১৪ নং মৌজায় ১৪৩ খতিয়ানে ৩২ শতক জমি আছে। তারা সহজ -সরল হওয়ায় একই গ্রামের আওয়ামী লীগের নেতা শফিয়ার রহমান তাদের জমি দখল করতে মরিয়া হয়ে ওঠেন। শফিয়ার রহমান ২০০৯ সালে তাদের জমি দখল করে নেন। শফিযার যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টুকে মোটা অংকের অর্থ দিয়ে তাদের নেতৃত্বে ওই জমি জোর করে দখল করে নেন। মূলত মিন্টুর কারণে মামলা করতেও সাহস পাননি তখন অসহায় পরিবারটি। জমি হারানোর পর থেকেই জমির শোকে অসুস্থ হন মুনছুর আলী ও তার ভাই আমজাদসহ তাদের দুভাইয়ের স্ত্রী। ধীরে ধীরে তারা ৪ জনই মারা যান। দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সেই জমি বুঝে পেয়েছেন অসহায় পরিবারের সদস্যরা।
জমির মালিক মুনছুর আলীর ছেলে ইদ্রিস আলী জানান, জোর করে জমি দখল করে নেওয়ার পর জমি হারানোর শোকে আমার পিতা, মা ও আমার চাচা আমজাদ আলী ও চাচি মারা যান।
এ ব্যাপারে অভিযুক্ত শফিয়ার রহমান জানান,২৭ ও ৬২-র রের্কডে আমার পিতার নামে আছে ওই জমি। নিয়ম অনুযায়ী আমরা দখল করে ভোগদখল করে আসছি।এখানে জোরপূর্বক দখলের ঘটনা কখনো ঘটেনি।