চৌগাছায় যানজট নিরসনে অভিযান

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর সদরে যানজট বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। যানজট নিরসনে পথচারিদের অবাধে চলাচলের সুবিধার্থে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা অপসারণে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার সকালে পুরাতন কোটচাঁদপুর বাসস্ট্যান্ড হতে অভিযান শুরু হয়ে তা বাজারের বিভিন্ন সড়কে চলতে থাকে। অভিযানে সড়কে যত্রতত্রভাবে যানবাহন রাখা বন্ধ করা, পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেন দখল করে ব্যবসা পরিচালনা বন্ধ ও বিভিন্ন দোকানের সামনে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা অফিসার পরিদর্শক (তদন্ত) কামল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, কর নির্ধারক শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।