আড়পাড়া সেতু সংস্কারে তিন দিন বন্ধ থাকছে যশোর-মাগুরা সড়ক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ টানা তিনদিন বন্ধ থাকবে যশোর-মাগুরা মহাসড়কের সব ধরনের যান চলাচল। মহাসড়কটির পুরান আড়পাড়া সেতুর সংস্কার কাজের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে যশোর ও মাগুরা সড়ক সড়ক বিভাগ। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর-মাগুরা মহাসড়কে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি টানা ৩ দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এর ফলে যশোর-ঝিনাইদহ, ভায়া মাগুরা সড়কে চাপ বাড়বে।

যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশী গোলাম কিবরিয়া বলেন, যশোর-মাগুরা সড়কে আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং ও এক্সপ্রেশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজ হবে। এজন্য এই রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ নিয়ে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সড়কের যশোরাংশ দিয়ে যেসব দূরপাল্লার যানবাহন ঢাকাসহ আশপাশের জেলায় যাতায়াত করে থাকে সেগুলোকে ঝিনাইদহ হয়ে আসা-যাওয়ার জন্য জানানো হয়েছে।

এ বিষয়ে রাতে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট/বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর (দড়াটানা মোড়)-মাগুরা (ভায়না মোড়) এন ৭০২ জাতীয় মহাসড়কের ৩১তম কিলোমিটার অংশে অবস্থিত পুরাতন আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং এবং এক্সপ্রেশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজ শুরু হবে। এজন্য এই সড়কটি ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি টানা তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই সময়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়কটি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ওই সড়কটি বন্ধ থাকলে বিকল্প সড়ক যশোর-ঝিনাইদহে যানবাহনের প্রচন্ড চাপ বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।