শ্যামনগরে গাঁজাসহ শাশুড়ি ও পুত্রবধূ গ্রেফতার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা।। সাতক্ষীরার শ্যামনগরে গাঁজাসহ বউ শাশুড়ি পুলিশের কাছে আটক হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গাঁজা ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসতেছিল এমন অভিযোগ পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন-সুফিয়া খাতুন (৪৫) ও রোজিনা পারভীন (২৯) ।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নুরনগরের রামজীবনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। স্থানীয় রবিউল ইসলাম বলেন, তারা বউ শাশুড়ি মিলে দীর্ঘদিন ধরে গাজা সহ মাদকদ্রব্য বিক্রি করে আসতেছিল, তাদের কারণে এলাকার যুব সমাজ প্রায় ধ্বংসের পথে।
আটক সুফিয়া খাতুন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামের বাসিন্দা ও কেরামত আলীর মেয়ে এবং রোজিনা পারভীন নাঈম হোসেনের স্ত্রী। সম্পর্কে তারা বউ- শ্বাশুড়ি।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ তাদের বসতঘর তল্লাশি করে ৪শ ২৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।