কালীগঞ্জে মেছো বাঘ হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার ২

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে পিটিয়ে একটি মেছো বাঘ হত্যা করে বাজারে ঝুলিয়ে রাখার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে।
মেছো বাঘ হত্যা করার অপরাধে যশোর বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার খেদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম (৩৫) ও নলডাঙ্গা বাজারের ইজিবাইক স্ট্যান্ডের স্টার্টার ও সদর উপজেলার খড়াশুনি গ্রামের মৃত শামছুদ্দিন লস্কারের ছেলে মোশারফ হোসেন (৬০)।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গত ১৯ ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে একটি মেছো বিড়াল পিটিয়ে হত্যা করা হয়। পরে জাহিদুল ইসলাম নামক ওই ইজিবাইক চালক মৃত বাঘটি বাজারে নিয়ে যান। নলডাঙ্গা বাজারের ইজিবাইক স্ট্যান্ডে নেওয়ার পর সেখানে উপস্থিত কিছু মানুষ মৃত বাঘটি একটি দোকানোর সামনে খুটিতে ঝুলিয়ে রাখে। মৃত মেছো বাঘের মুখে সিগারেট আর সামনে চায়ের কাপে চা রেখে ছবি ওঠায় তারা। পরে সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এটা দেখে বনবিভাগের কর্মকর্তারা গত শুক্রবার ঘটনাস্থলে আসেন। তারা সরেজমিনে তদন্ত করে ঘটনা যাচাই শেষে কালীগঞ্জ থানায় প্রথমে একটি অভিযোগ দেন এবং পরবর্তীতে ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের নামে মামলা দায়ের করেন ।