বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা

0

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের দশানীর ধানসিঁড়ি অডিটোরিয়ামে দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশের উদ্যোগে কানাডীয় তহবিলের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদার বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশের ফাস্ট সেক্রেটারি মার্কুস ডেভিস।
প্রকল্প বাস্তবায়নকরী সংস্থা ওয়াদার চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রজেক্ট কোঅর্ডিনেটর সামিয়া করিম, প্রজেক্ট কোঅর্ডিনেটর আল-আমীন সরদার,ওয়াদা ট্রেনিং ফ্যাসিলিটেটর ফয়সাল হাওলাদার প্রমুখ।