ফুলতলায় দুটি মিষ্টির দোকানে ১০ হাজার টাকা জরিমানা

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলায় মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন। বুধবার ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় নূর ইসলামিয়া মিষ্টান্ন ভা-ার ও মদিনা সুইটসে মূল্য তালিকা টাঙানো না থাকা ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা ওই দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।