যশোরে চার লক্ষাধিক টাকার জাল টাকাসহ আটক ১

0
  1. স্টাফ রিপোর্টার।।যশোরে  র‌্যাব এক জনকে আটক করে বিপুল অংকের জাল টাকা উদ্ধার করেছে। এসময় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
  2. বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটে এক বার্তায় র‌্যাব যশোর জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৬ মিনিটে যশোর শহরের মণিহার এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে ইব্রাহিম গাজি (১৯) নামে এক যুবককে আটক করে। সে সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গনেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার টাকার ১ হাজর ও ৫শ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
  3. এসময় জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, তার বাড়িতে আরও জাল টাকা ও তৈরির সরঞ্জাম রয়েছে। এর প্রেক্ষিতে র‌্যাবের আভিযানিক দল বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে আটক কে সাথে নিয়ে পাটকেলঘাটার গনেশপুরে পৌঁছায়। সেখান থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদি কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার সহ প্রয়োজনীয় সামগ্রী ও ৩ লাখ উনচল্লিশ হাজার ছয়শ জাল টাকা উদ্ধার করা হয়। রাতে যশোরে পৌঁছে আটক কে উদ্ধার জাল টাকা ও জব্দ সরঞ্জামসহ যশোর কোতয়ালি থানা সোপর্দ করেছে র‌্যাব।